পাবনার বিখ্যাত লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার পরিদর্শন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ইতোমধ্যেই সেখানে তাঁর আগমন উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (১৫ মে) সন্ধ্যার পর রাষ্ট্রপতির সফরকারী দলসহ সেখানে যাওয়ার কথা রয়েছে।
পাবনার আব্দুল হামিদ রোডে অবস্থিত লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী ভোলানাথ ঘোষ জানান, ‘রাষ্ট্রপতি আমাদের পাবনাবাসীর গর্ব। আমি খুবই আনন্দিত তিনি প্রথম সফরের দিনে আমাদের ঐতিহ্যবাহী মিষ্টির দোকানটিতে আসবেন।‘
এর আগে চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সোমবার (১৫ মে) দুপুর ১২টা ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান তিনি। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরকে ঘিরে আনন্দিত পাবনাবাসী।
এমি/দীপ্ত নিউজ