রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে দেখা করতে চান পাবনার রিফাত মানবিক বধির সংস্থার ৩৩জন সদস্য। স্থায়ী অফিসের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানান সংস্থার সদস্যরা।
সংস্থার সভাপতি আরিফুল আজিম আরিফ বলেন, ১৯৭৪ সালে গণভবনে বঙ্গবন্ধুর কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাবনা জেলাবাসীর পক্ষ থেকে ৭৫ হাজার টাকা চেক হস্তান্তরের সদস্যদের মধ্যে রাষ্ট্রপতির সাথে তার বাবাও ছিলেন।
সংস্থার পক্ষ থেকে আরিফ রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়ে বলেন, ‘আমাদের বসার কোনো জায়গা নেই। মাননীয় রাষ্ট্রপতি যদি আমাদের প্রতি একটু সুনজর দেন, তাহলে আমরা একটা স্থায়ী অফিস পেলে খুব খুশি হবো। আমাদের প্রতি একটু দৃষ্টি রাখার জন্য আমরা বিনীত অনুরোধ করছি।‘
চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সোমবার (১৫ মে) দুপুর ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান তিনি। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরকে ঘিরে আনন্দিত পাবনাবাসী।
আফ/দীপ্ত নিউজ