মহান বিজয় দিবসে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে হয়ে গেলো মনোজ্ঞ কুচকাওয়াজ। এতে অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এই আয়োজন উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। জাতীয় প্যারেড গ্রাউন্ডের এই আয়োজনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মান জানানো হয়।
অন্যান্য বছরের মতো এবারও বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের ব্যবস্থাপনায় সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন। সকালে, রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদকে এখানে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। তিনি অভিবাদন গ্রহণ করেন প্যারেড পরিদর্শন করেন।
রাষ্ট্রপতির পরিদর্শনের পর শুরু হয় মহান বিজয় দিবস প্যারেডের আনুষ্ঠানিকতা। এর নেতৃত্ব দেন নবম পদাতিক ডিভিশনের মেজর জেনারেল শাহীনুল হক। কুচকাওয়াজের শুরুতেই জাতীয় পতাকা নিয়ে প্যারাটুপাররা আকাশ থেকে নেমে আসেন। মনোমুগ্ধকর এই প্রদর্শনীর সময় দর্শক সারিতে ছিলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান উপভোগ করেন সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধানরা।
সশস্ত্রবাহিনীর ২৩টি কন্টিনজেন্ট, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা কুচকাওয়াজে অংশ নেয়। এ সময় সেনাবাহিনীর অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম প্রদর্শন করা হয়, যা সামরিক বাহিনীর সক্ষমতার পরিচয় বহন করে। অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রে ছিল বিমান বাহিনীর ফ্লাইপাস্ট এবং এরোবেটিক ডিসপ্লে। নৌবাহিনীও তাদের সক্ষমতা প্রদর্শন করে।
মন্ত্রিপরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সামরিক ও বেসামরিক উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকরা নান্দনিক এই অনুষ্ঠান উপভোগ করেন।