রাশিয়া–ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া গোপন নথি থেকে নতুন নতুন তথ্য উঠে আসছে। এসব নথি থেকে এখন জানা যাচ্ছে বিভিন্ন চমকপ্রদ তথ্য। এবার জানা গেছে, ইউক্রেনে অবস্থান করছেন পশ্চিমা দেশগুলোর স্পেশাল ফোর্সের সেনারা।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিবিসি জানায়, ফাঁসকৃত নথিগুলোর মধ্যে একটিতে উল্লেখ আছে, ইউক্রেনে যুক্তরাজ্যের ৫০ জনসহ, লাটভিয়ার ১৭ জন, ফ্রান্সের ১৫ জন, যুক্তরাষ্ট্রের ১৪ জন এবং নেদারল্যান্ডসের স্পেশাল ফোর্সের ১ জন সেনা অবস্থান করছেন।
তবে এসব সেনা ইউক্রেনের কোন অঞ্চলে রয়েছেন তা নথিতে উল্লেখ নেই।
ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর স্পেশাল ফোর্সের সেনাদের সংখ্যা খুবই কম। তবে এ নিয়ে সন্দেহ নেই এ বিষয়টি উত্তেজনা সৃষ্টি করবে। রাশিয়া এ ইস্যুকে সামনে আনার চেষ্টা করবে। দেশটি দাবি করবে, তারা শুধুমাত্র ইউক্রেনের সেনাদের সঙ্গে নয়, ন্যাটোর সেনাদের বিরুদ্ধেও যুদ্ধ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নথিগুলো নিয়ে বিব্রত পেন্টাগনে। এসব নথি আসল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
অনু/দীপ্ত সংবাদ