৩৮
রাশিয়ার একটি বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় একটি সুপারসনিক বোম্বার যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।
শব্দের চেয়ে দ্বিগুণ গতির এই যুদ্ধবিমান দূর থেকে হামলা চালানোর কাজে ব্যবহার করা হয়। হামলায় ধ্বংস হয়ে যাওয়া ওই বিমানটি টুপোলেভ টু–২২ মডেলের একটি সুপারসনিক বোমারু বিমান।
চলমান যুদ্ধে ইউক্রেনের শহরগুলোতে বিমান হামলায় এই বিমানগুলো ব্যবহার করে আসছে রাশিয়ার সামরিক বাহিনী।
মস্কো বলছে, ড্রোন হামলায় একটি বিমান ‘ক্ষতির শিকার‘ হয়েছে। তবে ইউক্রেন এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।
আল আমিন/ দীপ্ত সংবাদ