কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮ দশমিক ৭। রাশিয়া ও জাপানে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
বুধবার (৩০ জুলাই) ভোরে পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে ভূমিকম্প আঘাত হানে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়া উপকূলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।
রাশিয়া কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোদভ টেলিগ্রাম বার্তায় বলেন, ‘এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।’
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, পূর্ব উপকূলে ৩ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। সংস্থাটি সতর্ক করেছে, স্থানীয় সময় সকাল ১০টা থেকে হোক্কাইডোর উত্তরের উপকূলে প্রবল ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যা ধীরে ধীরে দক্ষিণ দিকে অগ্রসর হতে পারে।
আমেরিকার পশ্চিম উপকূলে সতর্কতা দেওয়া হয়েছে। হাওয়াই এবং আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা দেওয়া হয়েছে। এ ছাড়া তাইওয়ান ও ফিলিপাইনের দ্বীপপুঞ্জেও সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইইএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৮–এর ওপরে। এর উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক–কামচাটস্কির পূর্ব ও দক্ষিণ–পূর্বে ১২৬ কিলোমিটার দূরে এবং গভীরতা ছিল ১৯ দশমিক ৩ কিলোমিটার।
এসএ