সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮ দশমিক ৮। ভূমিকম্প আঘাত হানার পর বিশ্বের মোট ১৪টি দেশ ও অঞ্চলে সুনামি সতর্ক করা হয়েছে।
ভূমিকম্পের প্রভাবে সৃষ্ট সুনামি‘র ঢেউ জাপান পর্যন্ত পৌঁছে গেছে। ১.৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ছে দেশটির উপকূলে।
জাপানি সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে, উত্তর–পূর্ব জাপানের কুজি বন্দরে আছড়ে পড়া সুনামির ঢেউ ১.৩ মিটার পর্যন্ত উঁচুতে উঠেছে। এদিকে নেমুরো হানাসাকিতেও ৮০ সেন্টিমিটার এবং ইশিনোমাকি বন্দরে ঢেউয়ের উচ্চতা ৭০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছেছে।
এছাড়া জাপানের অন্যান্য উপকূলীয় এলাকায় ঢেউয়ের উচ্চতা ৫০ থেকে ৬০ সেন্টিমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা সকালের দিকে ছিল মাত্র ২০ সেন্টিমিটার।
জাপান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢেউ ৩ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। সুনামির সতর্কতা পরবর্তী ২৪ ঘন্টা ধরে স্থায়ী হতে পারে।
এ পরিস্থিতিতে উপকূরীয় এলাকার ১৯ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে জাপান কর্তৃপক্ষ।
বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টা রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর সুনামির ঢেউ প্রথমে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ এবং এরপর জাপানের উত্তরের বৃহৎ দ্বীপ হোক্কাইডোতে পৌঁছায়। তারপর তা মার্কিন উপকূলে আছড়ে পড়তে শুরু করে।
এসএ