আজ বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫; ৯ পৌষ ১৪৩২। গ্রহ–নক্ষত্রের অবস্থান অনেক রাশির জন্যই পরিবর্তন ও নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। কেউ পাবেন অগ্রগতির সুযোগ, কেউ পাবেন সম্পর্কের ক্ষেত্রে নতুন উপলব্ধি। রাশিফলে জেনে নিন দিনটি কেমন কাটবে—
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল):
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে। দ্রুত সিদ্ধান্ত না নিয়ে বাস্তব দিকগুলো বিবেচনা করা ভালো। পারিবারিক বিষয়ে সহনশীল হলে দিনটি সুন্দর কাটবে।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে):
আর্থিক বিষয়ে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। তবে ব্যয়ের ক্ষেত্রে সংযম জরুরি। স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকলে বাড়তি ঝামেলা এড়ানো যাবে।
মিথুন (২১ মে – ২০ জুন):
যোগাযোগ ও আলোচনায় সাফল্য আসতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে কাজে লাগতে পারে। লেখাপড়া বা পরিকল্পনায় অগ্রগতি হবে।
কর্কট (২১ জুন – ২২ জুলাই):
মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। অপ্রয়োজনীয় চিন্তা বাদ দিলে কাজে মন বসবে। পরিবারের কারও সহযোগিতা কাজে আসবে।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট):
কর্মক্ষেত্রে স্বীকৃতি বা প্রশংসা পেতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর):
পরিকল্পনা অনুযায়ী কাজ এগোবে। তবে আর্থিক বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। ছোট ভুল বড় সমস্যা তৈরি করতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর):
সম্পর্ক ও পারিবারিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আলোচনার মাধ্যমে পুরোনো জট খুলে যেতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর):
গোপন কোনো তথ্য বা বিষয় সামনে আসতে পারে। আবেগের বদলে যুক্তি দিয়ে পরিস্থিতি সামাল দিলে লাভ হবে।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর):
ভ্রমণ, প্রশিক্ষণ বা নতুন অভিজ্ঞতার সুযোগ আসতে পারে। জ্ঞান ও দক্ষতা বাড়ানোর জন্য দিনটি ভালো।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি):
পরিশ্রমের ফল পেতে শুরু করবেন। ঊর্ধ্বতনের সহযোগিতা কাজ সহজ করবে। দায়িত্ব বাড়তে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):
সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। নতুন ধারণা বাস্তবায়নের সুযোগ পাবেন। সামাজিক যোগাযোগ বাড়বে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):
আবেগপ্রবণতা বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিলে ভালো হবে।