রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ এ এইচ এম কামারুজ্জামান ১০ তলা হলের নির্মাণাধীন অডিটোরিয়াম ভবনের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত ৭ জন শ্রমিক আহত হয়। দুপুর সোয়া ১২টা থেকে বিকাল সাড়ে ৫ ঘন্টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিটের সদস্যরা। এখনো একটি ইউনিট অবস্থান করছে ঘটনাস্থলে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের ৩০ ফুট উচ্চতার একটি অডিটোরিয়াম ভবন নির্মাণের কাজ চলছিল। সোমবার সেটির ছাদ ঢালাই সম্পন্ন হয়। হঠাৎ আজ দুপুর ১২ টার দিকে ওই অডিটোরিয়ামের ছাদের শার্টারিং ধসে পড়ে। এ সময় ১২ জন শ্রমিক কর্মরত অবস্থায় ছিলেন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালান। প্রায় ৮টি ইউনিট এ অভিযানে যোগ দেয়। এসময় সাতজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, গাইবান্ধা জেলার সাঘাটার শাহ জামালের ছেলে আজাদুল, চাঁপাইনবাবগঞ্জের অনুপ নগরের মাহাবুবের ছেলে সিফাত, রাজশাহী গোদাগাড়ীর মৃত আব্দুস সালামের ছেলে সিহাব। এছাড়াও বাকি চারজনকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে এঘটনায় এখন পর্যন্ত কেউ নিহত হয়নি।
ঘটনার পর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৮টি ইউনিটের সদস্যরা অভিযান চালান। এখনো একটি ইউনিট অবস্থান করছে। এক্সভেটর মেশিন আনলে তা সরানো হবে।
স্থানীয় শিক্ষার্থীরা জানান, হঠাৎ করে একটি বিকোট শব্দ হলে এসে দেখি ছাদ ঢালাই ভেঙ্গে গেছে। এতে বেশ কয়েকজন কর্মরত শ্রমিকরা চাপা পড়েন।
প্রায় সোয়া ১২টা থেকে উদ্ধার অভিযান বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৮টি ইউনিটের সদ্যরা চালান। এখনো একটি ইউনিট অবস্থান করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিহত হয়নি।
ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাবের পাশাপশি ছাত্ররাও এ কাজে সহযোগিতা করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ঘটনা নিয়ে সকলকে নিয়ে আলোচনায় বসবে, এর প্রকৃত কারন বের করার জন্য। পরে তথ্য পেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এর আগে ২০২২ সালের ১লা ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের মালামাল বহনের ট্রাকের চাপায় এক শিক্ষার্থী নিহত ও একজন আহত হয়।
আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাড়ছে জন্ডিস রোগী
আদনান/ আল / দীপ্ত সংবাদ