রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া সুলতানাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের পরিপেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর।
তদন্ত কমিটির বিষয়ে ছাত্র উপদেষ্টা তারেক বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। আপাতত তাদের দুইজনকে দুই ব্লকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে নির্যাতনের সত্যতা বেরিয়ে এলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ তদন্ত কমিটির আহ্বায়ক হলেন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম খান। কমিটির অন্য দুই সদস্য হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষক ড. মনিকৃষ্ণ মহন্ত এবং সহকারী প্রক্টর ড. সাইকা কবীর নীতু।
প্রসঙ্গত, রাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়াকে সাতদিন ধরে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে একই হলের দোলন নামের এক সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে।
এমি/দীপ্ত