ফিলিস্তিনের ‘লাইফলাইন’ রাফায় বড় ধরনের ইসরাইলি হামলা বন্ধের জন্য ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী কাটজকে চিঠি দিয়েছে পশ্চিমা বিশ্বের ১৩টি দেশের পররাষ্ট্রমন্ত্রী। এসব দেশ ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত।
পশ্চিমা দেশগুলো ইসরাইলি সরকারের চিঠি কাছে যে চিঠি পাঠিয়েছে তা জনসম্মুখেও প্রকাশ করেছে।
চিঠিতে বলা হয়েছে, ‘আমরা রাফায় পূর্ণ মাত্রার সামরিক অভিযানের বিরোধিতা পুনর্ব্যক্ত করছি, যা বেসামরিক জনগণের ওপর বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।’
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল সরকারের দেওয়া পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলকে অবশ্যই গাজায় আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এবং সেখানে বিধ্বংসী মানবিক সংকট মোকাবিলার উপায় রাখতে হবে।
চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হচ্ছে– অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যদেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও সুইডেন।
উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত বছর ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজার ৩০৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের অধিকাংশই নারী ও শিশু।
এসএ/দীপ্ত সংবাদ