সাভারের রানা প্লাজা ধসের ১১ বছর আজ। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আটতলা রানা প্লাজা ধসে পড়ে। এতে নিহত হন এক হাজার ১৩৫ জন। আর পঙ্গুত্ব বরণ করতে হয় হাজারেরও বেশি তৈরি পোশাক শ্রমিককে।
নানা কর্মসূচিতে দিবসটি স্মরণ করছে বিভিন্ন সংগঠন। রানা প্লাজা ধ্বসের ঘটনায় তিনটি মামলা হলেও গত ১১ বছরে কোনটির বিচার শেষ হয়নি।
খুনের মামলার ৫৯৪ সাক্ষীর মধ্যে মাত্র ৮৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এত দিনেও বিচার শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।
আইনজীবী জানিয়েছেন, কয়েকজন আসামির পক্ষে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় দীর্ঘদিন মামলার সাক্ষ্য গ্রহণ বন্ধ ছিল।