আবারো মাঠের লড়াইয়ে নামছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের, কিং ফাহাদ স্টেডিয়ামে তাদের দুই দল পিএসজি ও সৌদি অল স্টার একাদশ মাঠে নামবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
সবশেষ তারা লড়েছিলেন ২০২০ সালের ডিসেম্বরে, চ্যাম্পিয়ন্স লিগে। এরপর দু’জন হয়েছেন বিশ্বের দুই প্রান্তের বাসিন্দা। একজন খেলছেন ফ্রান্সের হয়ে, আরেকজন পাড়ি জমিয়েছেন মরুর বুকে। প্রায় এক দশক ধরে ফুটবল বিশ্বকে বুদ কোরে রেখেছে যে দুজনের দ্বৈরথ, সেই ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি আবারো মুখোমুখি হচ্ছেন। প্রায় দুই বছরেরও বেশি সময় পর দেখা যাবে মেসি-রোনালদোর পায়ের জাদু।
নতুন ক্লাব আল নাসেরের হয়ে এখনও অভিষেক হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। তার আগেই আল নাসের ও আল হিলালের সম্মিলিত দলের হয়ে, পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন এই পর্তুগিজ তারকা।
ম্যাচের আগে কাতারে নিজেদের প্রস্তুতি সেরেছেন মেসি-এমবাপ্পে-নেইমাররা। কেউ বলছেন হয়তো এই শেষ। আবার কেউ বলছেন নতুন যুগের সূচনা হতে পারে। কারণ মেসিকেও দলে টানার চেষ্টা করছে সৌদি ক্লাবগুলো।