ফিফা বিশ্বকাপে আজ আবার মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ সুইজারল্যান্ড। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। তবে, সুইসদের বিপক্ষে থাকবেন না নেইমার। অন্যদিকে, দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল ও উরুগুয়ে।
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে দুই গোলের জয়ে, আত্মবিশ্বাসী থাকার কথা ছিলো ব্রাজিলের। কিন্তু, দলের প্রাণভোমরা নেইমারের চোট, হিসাব-নিকাশ কিছুটা পাল্টে দিয়েছে। অবশ্য কোচ তিতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, একজনের ওপর নির্ভর করে ষষ্ঠ শিরোপার লড়াই করতে কাতার যায়নি তার দল। নয় জন স্ট্রাইকার নিয়ে সাজানো স্কোয়াডের বাকি আটজনই প্রস্তুত, দলকে সেরাটা দিতে। বিশেষ করে, জেসুস, ভিনিশিয়াসরা আগে থেকেই আছেন ফর্মের তুঙ্গে। প্রথম ম্যাচে রিচার্লিসনও দেখিয়েছেন নিজের ঝলক। নেইমারের চোটে তাই খুব বেশি ভোগার কথা নয় ব্রাজিলের।
অন্যদিকে, ক্যামেরুনের বিপক্ষে জিততেই বেশ ঘাম ঝরাতে হয়েছে সুইজারল্যান্ডকে। তাই, নকআউট পর্বের টিকিট পেতে, ব্রাজিলবাধা পেরোনো তাদের জন্য অনেকটাই চ্যালেঞ্জের। বিশ্বকাপ আর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মিলে এখন পর্যন্ত মোট নয়বার মুখোমুখি হয়েছে দু’দল। এর মধ্যে ব্রাজিলের তিন জয়ের বিপরীতে সুইসদের জয় দুইবার। বাকি ম্যাচগুলো শেষ হয়েছে অমিমাংসিতভাবে। এমনকি গত বিশ্বকাপে সবশেষ দেখাতেও জিততে পারেনি কেউ। তাই, নিশ্চিতভাবেই বলা যায়- রাত দশটায়, স্টেডিয়াম নাইন সেভেন ফোরে, হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই।
এদিকে, রাত একটায় লুসাইল স্টেডিয়ামে, পর্তুগাল আর উরুগুয়ে। গত বিশ্বকাপে দুইবারের বিশ্বসেরাদের কাছেই বিদায়ঘন্টা বেজেছিলো রোনালদোর দলের। তাই, এবার প্রতিশোধের সুযোগ তাদের সামনে। এতে একম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত হবে পর্তুগালের। তবে, ছেড়ে কথা বলবে না লাতিন দেশটিও।
দিনের বাকি দুই ম্যাচে বিকেল চারটায় ক্যামেরুনের প্রতিপক্ষ সার্বিয়া। আর সন্ধ্যা সাতটায় সাউথ কোরিয়া খেলবে ঘানার বিপক্ষে।