বিশ্বকাপের শেষ ষোলোয়, রাতে সাউথ কোরিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চোট কাটিয়ে এ ম্যাচ দিয়েই ফিরতে পারেন তারকা স্ট্রাইকার নেইমার। বাংলাদেশ সময় রাত ১টায়, স্টেডিয়াম নাইন সেভেন ফোরে শুরু হবে ম্যাচটি। এর আগে রাত ৯টায়, জাপানের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। খেলা হবে আল জানিউব স্টেডিয়ামে।
ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর। অনুশীলনে ফিরেছেন তারকা স্ট্রাইকার নেইমার। অবশ্য সাউথ কোরিয়ার বিপক্ষেই যে মাঠে নামতে পারবেন, এখনও সেই নিশ্চয়তা নেই। তবে ফিট হয়ে উঠছেন তিনি। চোট থেকে সেরে উঠছেন সান্দ্রো আর দানিলোও।
পরিসংখ্যানে অনেক এগিয়ে ব্রাজিল। কোরিয়ার সঙ্গে এর আগে ৭ বারের দেখায়, মাত্র একবার হেরেছিল তারা। সেটিও ১৯৯৯ সালে। বাকি সব ম্যাচেই জয়ী হয়েছে লাতিন দলটি।
অবশ্য পরিসংখ্যান নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না কোরিয়ানরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়েই জানান দিয়েছে, বড় লক্ষ্যেই কাতার এসেছে এশিয়ান দলটি।
এদিকে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া, এবার নকআউট পর্বে উঠেছে গ্রুপ রানার্সআপ হয়ে। এখন পর্যন্ত পারফরমেন্সেও কোনো ছাপ রাখতে পারেনি তারা। অন্যদিকে, গ্রুপপর্বে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আর স্পেনকে হারিয়ে, নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে জাপান। এর আগে ৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে হার, জিত আর ড্র-র হিসাব সমান। তবে পরিসংখ্যান নয়, মাঠের পারফরমেন্সেই শেষ আটের টিকেট কাটবে যে কোন এক দল।