ভারতে কয়েক দিনের টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি অনেক বৃদ্ধি পেয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলে দেয়া হবে কাপ্তাই বাঁধের ১৬টি গেট।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা থেকে রাত দশটার মধ্যে প্রতিটি গেইটে ৬ ইঞ্চি করে পানি ছাড়বে কর্তৃপক্ষ। এতে করে জরুরি সতর্ক থাকতে বলা হয়েছে।
১৬টি গেটের ৬ ইঞ্চি করে খুললে এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে।কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। বিকেল ৩টায় লেকে পানি আছে ১০৭.৬৬ ফুট এমএসএল (মিন সি লেভেল)। তাই গেট খুলে দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে হ্রদের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে, অর্থাৎ পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।
আল/ দীপ্ত সংবাদ