নওগাঁর রাণীনগর উপজেলা সদরের আল–আমিন দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক হারুনুর রশিদ হারুনের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৩ মে) এ ঘটনায় শিক্ষক হারুনের বিরুদ্ধে মাদ্রাসার কয়েকজন ছাত্রী ও অভিভাবক মাদ্রাসা সুপারের কাছে মৌখিক অভিযোগ প্রদান করে।
রবিবার মাদ্রাসা চলাকালে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অশালীন আচরণ করার অভিযোগ উঠে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষক–শিক্ষার্থীসহ অভিভাবকরা।
ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী বলেন, ‘শিক্ষক হারুন বেশ কিছুদিন থেকে আমাকেসহ মাদ্রাসার অনেক ছাত্রীদের সাথে অশালীন আচরণ করে আসছিলেন। যে কারণে আমরা তার ক্লাশ করতে খুব ভয় পাই। এতদিন আমরা লজ্জায় বিষয়গুলো কাউকে বলতে পারিনি। আমরা ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
মাদ্রাসার সুপার শরিফ উদ্দীন মাজহারি বলেন, ‘মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রীসহ কয়েকজন ছাত্রী এবং অভিভাবক সহকারি শিক্ষক হারুনুর রশিদের বিরুদ্ধে যৌন হয়রানিসহ বেশকিছু অভিযোগ মৌখিকভাবে দিয়েছেন। বিষয়টি মাদ্রাসার ম্যানেজিং কমিটিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা রুহুল আমিন বলেন, ‘আল–আমিন মাদ্রাসায় ছাত্রীকে যৌন হয়রানি করার বিষয়টি আমি শুনেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়া গেলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’
আব্দুর রউফ রিপন/এফএম/দীপ্ত নিউজ