নওগাঁর রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে গ্রাম আদালতের অত্যন্ত জরুরী বিষয়গুলোর উপর প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। প্রশিক্ষণে উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান–১ ও সচিবরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, ‘গ্রাম আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী একটি আদালত। যে আদালতের মাধ্যমে সকল বিষয়ে স্থানীয়রা বিচারিক সেবা পেয়ে আসছেন। অনেক সময় এ আদালতের সঙ্গে জড়িতরা অনেক নিয়ম না জানার কারণে সঠিক ভাবে বিচার কাজ সম্পন্ন করতে পারেন না। তাই গ্রাম আদালতকে আরো শক্তিশালী করতে, দ্রুত আদালতে আসা মামলা ঝুলিয়ে না রেখে নিষ্পত্তি করাসহ নানা বিষয়ে আরো বেশি করে অবগত করতেই এমন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের আয়োজন করা।’
আব্দুর রউফ রিপন/এমি/দীপ্ত নিউজ