রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্তে হয়ে ১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১২ জুলাই) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২জন রোগী। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন রোগী।
রামেক ডেঙ্গু ওয়ার্ড ইনচার্জ ডাঃ মো: তানজিলুল বারী বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীগুলো ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় ৮ জুলাই একজন রোগীর মৃত্যু হয়েছে।
আদনান/এসএ/দীপ্ত নিউজ