রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২–২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।
শনিবার (৬ মে) আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ‘খ‘ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে।
প্রথম দিন ১২ হাজার ১৪৬ জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছেন।
এরপর ১২ মে ‘ক‘ বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ‘গ‘ ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে বিধিনিষেধ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আফ/দীপ্ত সংবাদ