রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক জন রোগীর মৃত্যু হয়েছে। গত ১৫ জুন থেকে এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল নয় জনে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন রোগী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকারী হলেন রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের শহিদুল ইসলামের স্ত্রী ফাহিমা। তিনি স্থানীয় ভাবে আক্রান্ত হয়ে গত ১৯ সেপ্টেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬২ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন রোগী।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৭৭ জন রোগী। এদের মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত হয়ে ভর্তি আছে ১৪০ জন রোগী।
ইউ. আদনানপূর্ণিমা/দীপ্ত নিউজ