রোববার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার ১৫ মিনিটে দিকে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভাস্থলে পৌঁছান তিনি। এ সময় মঞ্চ থেকে তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান জ্যেষ্ঠ নেতারা। প্রধানমন্ত্রীও হাত নেড়ে সমাবেশে আসা নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে প্রবেশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে প্রধানমন্ত্রী জনসভা থেকে ২৬টি প্রকল্প উদ্বোধন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ছয়টি প্রকল্পের।
এদিকে জনসভাস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতে উচ্ছ্বাসে ফেটে পড়ে লাখো মানুষ। নানান স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মাদরাসার মাঠ ও আশেপাশের এলাকা। এর আগে সরদা পুলিশ অ্যাকাডেমিতে অনুষ্ঠান শেষ করে জনসভাস্থলে আসেন প্রধানমন্ত্রী।
রোববার সকাল থেকে মানুষের উপস্থিতিতে দুপুর ১টার মধ্যে জনসভার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শুধু তাই নয়, মাঠের আশেপাশের রাস্তাগুলোতেও নেই তিল পরিমাণ ঠাঁই। কেউ কেউ শনিবার রাতে রাজশাহীতে এসেছেন।
জনসভায় সভাপতিত্ব করছেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মো. আলী কামাল। সঞ্চালনা করছেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা।