রাজশাহীতে উন্নত জাতের এসিআই সিডের ‘ভ্যালেনসিয়া‘ জাতের আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে রাজশাহীর তানোর উপজেলার কাশেমবাজার এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
স্থানীয় প্রবীন কৃষক কেফাত উল্লাহ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ।
এছাড়া এসিআই বীজ আলুর পোর্টফোলিও ম্যানেজার গোলাম মোস্তফা, এসিআই পিডিএস ম্যানেজার কৃষিবিদ আতিক বিন জাহের, রাজশাহী অঞ্চলের এরিয়া ম্যানেজার মোহাম্মদ জিয়াউর রহমান এসময় উপস্থিত ছিলেন।
‘ভ্যালেনসিয়া‘ নেদারল্যান্ডসের একটি আলুর জাত । যার বীজ ওই দেশের স্কেপ হল্যান্ড কোম্পানি থেকে আমদানি করে সারাদেশে বাজারজাত করে এসিআই। এ আলু হেক্টরপ্রতি প্রায় ৪০ টন ফলন হয়, যা সমজাতীয় জাতগুলো থেকে প্রায় ৩৭ ভাগ বেশি।
জাতটি ৫৫–৬০ দিনের মধ্যে বিক্রি করা উপযোগী । তবে সর্বোচ্চ ৮৫ দিন পর্যন্ত জমিতে রাখা যায়।
এফএম/দীপ্ত সংবাদ