রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ সকল কারাবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর ভুবনমোহন পার্ক সংলগ্ন মহানগর বিএনপির কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ঢাকায় বিএনপি’র মহাসমাবেশের জন্য গত ২৬ জুলাই রাতে ধানমন্ডির একটি বাসাবাড়ী থেকে বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ–সম্পাদক ও রাজশাহী মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলনকে পুলিশ বিনা অপরাধে আটক করে। প্রথমে তাদেরকে সন্দেহজনক ধারায় জেলহাজতে প্রেরণ করে। পরে আদালত গত ৬ আগস্ট তাদেরকে জামিন দেন। জামিনে মুক্তির পর জেলগেট থেকে বাহির হওয়ার মুহূর্তে পুনরায় নতুন মামলায় শফিকুল হক মিলনকে জেলে আটক রাখে।
এছাড়াও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে একাধিক মামলা দিয়ে বিভিন্ন জেলার আদালতে হাজির হওয়ার ফলে অসুস্থ হয়ে পাড়ছে। তার শারিরীক অবস্থা খুবই খারাপ। সরকার বিরোধী দলের নেতা কর্মীকে হয়রানি করা ও কষ্ট দেওয়া এই মামলার উদ্দেশ্য।
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সকল নেতাকর্মীর নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সদস্য সচিব মামুনুর রশিদসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ