রাজশাহীর বাঘায় জামায়াতে ইসলামীর মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় উভয়পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে বাঘার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাউসা ইউনিয়ন পরিষদের নানা অনিয়ম, দুর্নীতি ও ভিজিডি কার্ড বাণিজ্যের প্রতিবাদে জামায়াতের আয়োজনে মানববন্ধন হচ্ছিল। এসময় বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং যুবদল সভাপতি এনামুল হকের নেতৃত্বে তাদের অনুসারীরা জামায়াতের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সেখানে যান। তারা জামায়াত কর্মীদের মানববন্ধনে বাধা দেয়। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চলায়।
এসময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া হয়। এতে পাঁচজন আহত হয়েছেন।
বাউসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মজিবুর রহমান বলেন, ‘আমাদের কর্মসূচি কোনো দলের বিপক্ষে ছিল না। আমরা কর্মসূচি করছিলাম দুর্নীতি–অনিয়মের বিরুদ্ধে। বিএনপির লোকজন আমাদের ওপর অন্যায়ভাবে হামলা চালিয়েছে।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, ‘জামায়াতের লোকজন মানববন্ধনে বিএনপির বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। এসময় গিয়ে তাদের থামানোর চেষ্টা করেছি।’
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, মানববন্ধনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। তবে সেখানে মারামারির তেমন কিছু হয়নি।
ইএ/দীপ্ত সংবাদ