রাজশাহী মহানগরীর বাজারগুলোতে রোজায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) সকালে মহানগরীর সাহেব বাজার কাঁচাবাজার, মনিচত্ত্বতসহ বেশ কয়েকটি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম।
জহুরুল ইসলাম জানান, রোজা উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেশি নিচ্ছে কিনা, মূল্য তালিকা টানানো হচ্ছে কিনা, অথবা কোন খারাপ পণ্য বিক্রয় করা হচ্ছে কিনা এসব বিষয় আমরা পর্যবেক্ষণ করছি।
তিনি আরও বলেন, যে সকল ব্যবসায়িক অনিয়ম করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চার জনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আফ/দীপ্ত সংবাদ