রাজশাহীতে অজ্ঞাত রোগে দুই শিশুর মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তিন সদস্যের বিশেষজ্ঞ দল ঢাকা থেকে রাজশাহী পৌঁছেছে। সকালে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সকালে ৩০ নম্বর নিপাহ আইসোলেশান ওয়ার্ডে পরিদর্শন করেন আইইডিসিআর তিন সদস্যের বিশেষজ্ঞ দল। এদের মধ্যে দুই জন আইইডিসিআর এর ইপিডেমিওলজি বিভাগের দুই জন ডাক্তার ও একজন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট কাজ করছেন। ওয়ার্ডে ভর্তি ওই দুই শিশুর বাবা মনজুর রহমান ও মা পলি খাতুনের সঙ্গে কথা বলেন। তারা নিহত দুই শিশু ও তাদের মা–বাবার রোগের কেস হিস্ট্রির বিষয়ে শোনেন।
এছাড়া ওই দুই শিশুর পাকস্থলীর খাবারের নমুনা হাসপাতালে সংরক্ষণ করে রাখা ছিল। সেই নমুনাও তারা সংগ্রহ করেছেন। এটি ঢাকার ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করে দেখা হবে যে, খাবারে কোনো বিষক্রিয়া ছিল কিনা।
আরও পড়ুন: অজানা ভাইরাসে রাজশাহীর সেই দুই শিশুর মৃত্যু
পরিদর্শনের সময় হাসপাতালের পরিচালক ও সংশ্লিষ্ট চিকিৎসকরাও আইইডিসিয়ারের বিশেষজ্ঞ টিমের সঙ্গে কথা বলেন।
ঢাকায় পাঠানো আগের নমুনাও পুনরায় পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে। এছাড়াও আইইডিসিআর এর তিন সদস্যে বিশেষজ্ঞ দল অধিকতর তদন্তের জন্য স্বশরীরে রাজশাহীতে এসেছেন। তাদের নিজস্ব পদ্ধতিতে তারা কাজ করবেন।
রাজশাহী ক্যাডেট কলেজ ক্যাম্পাসের গাছ থেকে গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক গৃহকর্মী বরই কুড়িয়ে এনে দুই মেয়েকে খেতে দিয়েছিলেন। গৃহকর্মী না ধুয়েই ওই বরই দুই শিশুকে খেতে দেন। পরে গত ১৪ ফেব্রুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি পর্যায়ক্রমে দই শিশুর মৃত্যু হয়।
আদনান / আল / দীপ্ত সংবাদ