রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী আহমেদের খুনিদের গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মতো এক ঘন্টা কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা।
রবিবার (৫ নভেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন ভবনের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিকিৎসকরা এক ঘন্টা কর্মবিরতি পালন করে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর রাজশাহী শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করে চিকিৎসকরা।
রাজশাহী মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. এবি সিদ্দীকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজশাহী শাখার সভাপতি ডা. খলিলুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শেখ তবিবুর রহমান, সদস্য ডা. চিম্নয় কান্তি দাস, রাজশাহী মেডিকেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নওশাদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য চিকিৎসকরা।
চিকিৎসক নেতারা বলেন, ডা. গোলাম কাজেমের খুনিদের ধরতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন। আমরা প্রশাসনের কাছে জানাতে চাই অতিসত্তর ডা. কাজেম হত্যার আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনেও আওতায় নিয়ে আসা হোক। তা না হলে রাজশাহীর সকল চিকিৎসকদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
ইউ. আদনান/ আল / দীপ্ত সংবাদ