রাজশাহীতে এমটিএফই অনলাইন ভিত্তিক অ্যাপের প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির সিইওসহ দুইজনকে গ্রেফতার করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হলেন এমটিএফইর সিইও দিপেন্দ্রনাথ সাহা (৪৩) তিনি রাজশাহীর মোহনপুর উপজেলা জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামের ধীরেন্দ্রনাথ সাহার ছেলে। আটককৃত দিপেন্দ্রনাথ বাগমারা উপজেলা খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের ধর্ম (হিন্দু) বিষয়ের সহকারী শিক্ষক। বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে লোকজনকে এমটিএফই সম্পর্কে ধারণা দিতেন এবং তাদেরকে প্রভাবিত করতেন। এছাড়াও তার সহযোগী লতিফুর বারী (৪২) তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার আব্দুর রশীদের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, মহানগীর রাজপাড়া থানায় এমটিএফই নিয়ে একটি মামলা হয়। মামলার পরেই গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ। গতকাল বুধবার বিকেলে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামে পুলিশ, সিআইডি ও পিবিআই যৌথ তদন্ত করে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। আমরা তাদের আদালতের হাজির করে রিমান্ড চাইবো। তদন্তে বাকিটা বের হয়ে আসবে।
প্রাথমিকভাবে জানা গেছে তাদের মাধ্যমে অনেকেই এখানে অর্থ বিনিয়োগ করেছেন। তবে কী পরিমান বিনিয়োগ করেছে সেই বিষয়ে এখনও জানা যায়নি।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ