রাজশাহীতে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, আদা, রসুন ও আলুর দাম। পেঁয়াজ বেড়েছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। এ অবস্থায় চরম কষ্টে রয়েছেন স্বল্প আয়ের মানুষ।
উত্তরের হিমেল হাওয়া যখন শীতের পরশ বুলিয়ে দিচ্ছে, ঠিক তখন যেন উষ্ণতা ছড়ানোর দায়িত্ব নিয়েছে আলু–পেঁয়াজ।
রাজশাহী মহানগরীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা য়ায়, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৪০ টাকায়। আমদানী করা ভারতীয় পেঁয়াজের দাম ১১০ টাকা।
গত সপ্তাহে যেখানে আলু বিক্রি হয় ৪৫ টাকায় সেখানে এই সপ্তাহে ১০ টাকা বেড়েছে কেজি প্রতি। একইভাবে আদা ও রসুনের দামও বেড়েছে ২০ টাকা পর্যন্ত।
চড়া দামে স্থিতিশীল রয়েছে মাছের বাজার। চাষের রুই মাছ কেজি প্রতি ২৬০ টাকা, পাবদা ৩০০ ও ট্যাংরা ৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
আয়ের চেয়ে খরচের মাত্রা দ্বিগুনেরও বেশী হওয়ায় দিশেহারা রাজশাহীর নিম্ন ও মধ্যবিত্তরা। খাদ্য পণ্যের দামের এ দুষ্ট চক্রের হাত থেকে দ্রুত মুক্তি চান সাধারণ মানুষ।
এসএ/ দীপ্ত নিউজ