তীব্র দাবদাহে রাজবাড়ী ও যশোরের বিভিন্ন এলাকায় সেচ ও খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল ও কৃষি বিভাগ বলছে, পুকুর খাল বিলে পানি না থাকায় ভূ–গর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। পরিবেশবিদরা মনে করেন অপরিকল্পিত গভীর নলকূল স্থাপনের কারনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তীব্র তাপপ্রবাহ আর দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় রাজবাড়ী সদর, পাংশা ও কালুখালী উপজেলার ভূ–গর্ভস্থ পানির স্তর নেমে গেছে। কৃষি জমিতে সেচ দিতে ১২ ফুট পর্যন্ত গর্ত করেও মিলছে না পানি। নলকূপগুলোতে পানি না উঠায় দেখা দিয়েছে তীব্র খাবার পানির সংকট।
পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে কাজ করছে জনস্বাস্থ্য ও কৃষি বিভাগ।
যশোরে আশঙ্কাজনক হারে নেমেছে ভূগর্ভস্থ পানির স্তর। ক্ষেত্রবিশেষ এ স্তর নেমেছে ৩২ থেকে ৩৬ ফুট পর্যন্ত। এতে নলকূপে উঠছে না পানি।
পরিবেশবিদরা মনে করেন, তীব্র তাপপ্রবাহের পাশাপাশি পুকুর ও জলাশয় ভরাট এবং অপরিকল্পিত গভীর নলকূপ স্থাপনের কারনে সংকট বেড়েছে।
যশোরের ৮ উপজেলায় প্রায় ১ লাখ ৩১ হাজার গভীর ও অগভীর নলকূপ রয়েছে।
আল / দীপ্ত সংবাদ