প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবারও দেখা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওপেনার তামিম ইকবাল।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। এ সময় তামিমের সঙ্গে তার স্ত্রী আয়েশা ইকবালও ছিলেন।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সাথে তোলা একটি ছবি পোস্ট করেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’
প্রধানমন্ত্রীর সাথে দেখা করা নিয়ে অনেকের মাঝেই ধোঁয়াশা তৈরি হয়েছে। আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন। সাকিবের মত কী তবে তামিমও নিবেন আ.লীগের মনোনয়ন? সে ভাবনা নিয়ে আলোচনার আগে তামিম নিজেই পরিষ্কার করেছেন রাজনীতি নিয়ে।
একটি গণমাধ্যমকে তামিম জানিয়েছেন, রাজনীতিতে তার বিশেষ আগ্রহ নেই। সৌজন্য সাক্ষাত করতেই গিয়েছিলেন তিনি। ‘বিশেষ কোনো কারণ বা প্রয়োজনে নয়। এমনিতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলাম। ব্যস্ততার মাঝেও তিনি সময় দিয়েছেন। ক্রিকেটের, আমার খোঁজখবর নিয়েছেন।’
কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিমকে গণভবনে ডেকে নেন। তামিমকে খেলায় ফেরার নির্দেশ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে বলেন। প্রধানমন্ত্রীর কথা রেখে তামিম অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করেন। চিকিৎসা করিয়ে মাঠেও ফিরে আসেন। যদিও বিভিন্ন ইসুতে তার বিশ্বকাপে খেলা হয়নি। যা নিয়ে চলছিল নানা আলোচনা সমালোচনা।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ