রাজনৈতিক কর্মসূচির নামে কেউ সহিংসতার চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। এমন হুঁশিয়ারি দিলেন ডিএমপি কমিশনার।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে মেট্রোরেলের নিরাপত্তায় নিয়োজিত এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন হয়। নিরাপত্তার জন্য আনসারসহ ডিএমপির ৩৫০ সদস্য এতদিন নিরাপত্তার বিষয়টি দেখভাল করত। পরে এর দায়িত্ব নেয় বিশেষায়িত এমআরটি পুলিশ।
মেট্রোরেলের নিরাপত্তায় নিয়োজিত এই এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন করতে আগারগাঁও স্টেশনে আসেন ডিএমপি কমিশনার। এসময় এমআরটি পুলিশের কাজের ধরণ ব্যাখ্যা করেন তিনি।
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন নব নিযুক্ত ডিএমপি কমিশনার। জানান, অরাজকতা করলে কোন ছাড় নয়। প্রয়োজনে কঠোর হবে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোন মাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা প্রতিহত করা হবে জানিয়ে নগরবাসীকে গুজবে কান না দেয়ার অনুরোধ করেন ডিএমপি কমিশনার।
আল/ দীপ্ত সংবাদ