বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে, সহিংসতার শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের এক মানববন্ধনে এ দাবি উঠে আসে।
২০১৩ সালের নভেম্বরে শেষ দিকে মাগুরা থেকে ঢাকায় আসেন শিক্ষার্থী নাহিদ। কিন্তু শাহবাগে প্রাণ হারান অগ্নিসন্ত্রাসের শিকার হয়ে।। অভিযোগ রয়েছে, ২০১৩-১৪-১৫ সালে বিএনপি-জামাতের আগুনসন্ত্রাস আর সহিংসতায় নিহত হন পাঁচ শতাধিক মানুষ। আহত হন কয়েক হাজার। শনিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে, অগ্নিসন্ত্রাসের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়ান ভুক্তভোগীরা।
এসময় আওয়ামী লীগের নেতারা বলেন, রাজনীতির নামে মানুষ হত্যা কিছুতেই মেনে নেওয়া যায় না।বিদেশি সংস্থা ও দূতাবাসগুলোকে কূটনৈতিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানান, নাগরিক সমাজের প্রতিনিধিরা।
শক্তিশালী একটি কমিশন গঠন করে, অগ্নিসন্ত্রাসে জড়িতদের মুখোশ উন্মোচন ও বিচারের পরামর্শ দেন অন্য বক্তারা।