বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক কমিশনার রাজীব ও সন্ত্রাসী যোসেফ–এর সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীন (৪০)সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে রাজধানী মোহাম্মদপুর–সাত মসজিদ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র্যাব–২।
গ্রেপ্তার অন্যরা হলেন– মো. গুড্ডু (৩৮), মো. শফিকুল ইসলাম (৪৮) ও মো. সেলিম (৩২)।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব–২ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু জানান, শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনের বিরুদ্ধে রাজধানী মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা আছে। গুড্ডুর বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা চেষ্টা মামলা আছে। শফিকুল ইসলামের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা চেষ্টা মামলা ও সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা আছে।
এসএ