সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে, রাজধানীর ৩৩ থানার ওসি বদলির তালিকা চূড়ান্ত করেছে ডিএমপি। ছয় মাসের বেশি সময় একই থানায় দায়িত্ব পালন করা ওসিরা রয়েছেন এই তালিকায়। এদিকে ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি তালিকায় সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে, সব চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে দেশের সব ইউএনও ও ওসিকে পর্যায়ক্রমে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশ মেনে, ওসিদের বদলির তালিকা চূড়ান্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ৫০টি থানার মধ্যে ৩৩টির ওসি রয়েছেন এই তালিকায়।
সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে, বিএনপি ও সমমনা দলগুলোর হরতাল–অবরোধের মধ্যেই চলছে নির্বাচনের প্রস্তুতি। বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটছে। এসব মোকাবিলায় শক্ত অবস্থানে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী।
ফৌজদারি অপরাধে জড়িত ব্যক্তি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আরও পড়ুন: সব ইউএনও/ওসিদের বদলির নির্দেশ ইসির
আল/ দীপ্ত সংবাদ