ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ এবং ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’–এর ব্যানারে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে “মার্চ ফর গাজা” সমাবেশে নেমেছে মানুষের ঢল।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন– বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ আরও অনেকে।
‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব’, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘গাজা উই আর উইথ ইউ’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো উদ্যান। চারদিকে শুধু মিছিলের গর্জন।
সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। এ যেন রাজধানীর বুকে নেমে এসেছে ‘একখণ্ড ফিলিস্তিন’।
এসএ