২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃ’ত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পরিকল্পনাতেই নতুন জ’ঙ্গি সংগঠন গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখনো তারা কোন না’শকতা করতে পারেনি। সংগঠনের মূল হোতা মাহফুজকে গ্রেপ্তারের চেষ্টা করছে কাউন্টার টেররিজম ইউনিট।
জ’ঙ্গিবাদে জড়িয়ে হিযরতের নামে সম্প্রতি ঘর ছেড়েছে অর্ধশতাধিক তরুণ। তাদের খোঁজে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাজধানীর ডেমরা থেকে নতুন জ’ঙ্গি সংগঠনের ৫ সদস্যকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম- সিটিটিসি। গ্রেপ্তারকৃতরা সবাই হিযরতের নামে ঘর ছেড়েছিল। সিটিটিসি বলছে, জামিনপ্রাপ্ত জঙ্গিরা মিলে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছে। ২০১৭ সাল থেকে চেষ্টা শুরু করলেও সংগঠনের নাম ঠিক করেছে এ বছরের শুরুতে।
তিনি আরও জানান, নতুন সংগঠনের মাস্টারমাইন্ড শামিন মাহফুজ। জ’ঙ্গিবাদে জড়ানোর অভিযোগে দুবার গ্রেপ্তার হলেও, ২০১৭ সালে জামিন পাওয়ার পর থেকে তিনি লাপাত্তা। নতুন এই সংগঠনটি এখন পর্যন্ত কোনো নাশকতা করতে পারেনি।