রাজধানীর কাঁচাবাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে, কেজিতে ১০ থেকে ২০ টাকা। কারণ হিসেবে বৃষ্টি ও বন্যাকে দায়ি করছেন বিক্রেতারা। চড়া রয়েছে ইলিশসহ অন্যান্য মাছের দামও।
বাজারে ঢুকতেই যেন এক অসহায়ত্ব ফুটে ওঠে ক্রেতার চোখে–মুখে। নিত্য পণ্যের চড়া দামে কাটছাঁটের বাজার সাড়াও দায় হয়ে দাঁড়িয়েছে নিম্ন ও মধ্যবিত্তের কাছে। গত কয়েক দিন ধরে ঝড়ছে শ্রাবণের বৃষ্টি। এটাই সবজির দাম ফুলেফেঁপে ওঠার কারণ। এমনটাই বলছেন কারওয়ান বাজারের দোকানিরা।
পেঁয়াজের দামও বেড়েছে কেজিপ্রতি অন্তত ১৫ থেকে ২০ টাকা। পাইকারী ও খুচড়া পর্যায়ে দামের এই পার্থক্য আরও বেশি। মাছের বাজারে ক্রেতার হতাশার সুর যেন একটু বেশি বাঁজছে। ইলিশের দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে অন্তত ২০০ টাকা। এছাড়া রুই–কাতলা সহ প্রায় সব মাছের দামই বেশ চড়া।
দামের এমন লাগামহীন আচরণে নিরুপায় ক্রেতা। বাজারে স্থিতিশীল রয়েছে চাল, ডালসহ বেশ কিছু পণ্য।
কাবির হাসনাইন/ আল/দীপ্ত সংবাদ