রাজধানীতে চারটি সরকারি হাসপাতালে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। র্যাব–২–এর চারটি দল শেরেবাংলা নগরের পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালায় র্যাব। এ সময় রোগী ভাগিয়ে নেয়ার অভিযোগে ৩৬ জন দালালকে আটক করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: নোয়াখালীতে হাসপাতালে র্যাবের অভিযান, দুই দালাল আটক
র্যাব–২–এর উপ–অধিনায়ক মেজর নাজমুল্লাহিল ওয়াদুদ গণমাধ্যমকে বলেন, দালালরা সরকারি হাসপাতাল থেকে তাদের কমিশনভিত্তিক ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে র্যাব–২–এর ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এজে/ দীপ্ত নিউজ