ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপের মধ্যে এ রোগের কার্যকরী ‘পথ্য‘ হিসেবে পরিচিত ডাবের দাম আকাশ ছুঁয়েছে। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডাবের দাম।
রাজধানীতে প্রতি পিস ডাবের দাম ছাড়িয়েছে ২০০ টাকা।
বিক্রেতাদের দাবি, দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতির কারণে রোগীর অন্যতম পথ্য ডাবের চাহিদা বেড়েছে। আর এতে ডাবের বাজারে সরবরাহ সঙ্কট তৈরি হয়েছে; ফলে দামও বেড়েছে।
ঢাকায় আসা ডাবের বেশিরভাগই আসে ভোলা, নোয়াখালী, বরিশাল, বাগেরহাট, যশোর, ফরিদপুর, ময়মনসিংহ থেকে। আষাড়–শ্রাবণ মাসে গাছে ডাব কম থাকে। এছাড়া টানা কয়েকদিন বৃষ্টির কারণে গাছে উঠে ডাব নামানো যাচ্ছেন না। এসব কারণে বর্তমান বাজারে চাহিদার তুলনায় ডাবের সরবরাহ কম থাকায় দাম বেড়ে গেছে। সেই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ায় ডাবের চাহিদা অন্য সময়ের চেয়ে আরও কয়েকগুন বেড়েছে। এতে কারওয়ান বাজারেও প্রতি পিস ডাবের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা।
ক্রেতাদের দাবি, সিন্ডিকেট চলছে ডাবের বাজারে। ডেঙ্গুর প্রভাব কাজে লাগিয়ে চড়া দাম নিচ্ছেন বিক্রেতারা।
আল/দীপ্ত সংবাদ