রাজধানীতে আটকে রেখে এক ওষুধ বিক্রেতার কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছে একটি চক্র। র্যাব–১০ এর একটি দল অপহৃতকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২ মে) সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন র্যাব–১০ এর অধিনায়ক।
মধ্যযুগীয় কায়দায় ভুক্তভোগীর শরীরে গরম তেল ঢালার পাশাপাশি আয়রন মেশিন দিয়ে ছ্যাকা দেয়া হয়েছে। এভাবেই নির্যাতনের শিকার হওয়ার কথা তুলে ধরেন ওষুধ বিক্রেতা আলমগীর। তিনি গাজীপুরের কালিয়াকৈরির বাসিন্দা।
গত ২৯ এপ্রিল জমি বিক্রির কথা বলে তাকে অপহরণ করে প্রতারক চক্র। নির্যাতনের সময় চিৎকার শুনিয়ে পরিবারের কাছে চাওয়া হয় ৫ লাখ টাকা।
কালিয়াকৈর থানায় আলমগীরের স্ত্রীর করা সাধারণ ডায়রির সূত্র ধরে ১ মে, যাত্রাবাড়ীর বউবাজার ছনটেক এলাকায় অভিযান চালায় র্যাব–১০ এর একটি দল। অপহৃত আলমগীরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তারা। একইসঙ্গে অপহরণকারী চক্রের ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব–১০ অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দীন, জানান, অভিযানে অপহরণকারীদের কাছ থেকে খেলনা পিস্তল, ৩টি চাকু, হাতুড়ি, আয়রন মেশিন, লাঠি, বেলনা, বেল্ট, হুক্কা ও ১৩টি মোবাইল ফোন জব্দ কর হয়েছে।
অনু/দীপ্ত সংবাদ