দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
এসময় ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।
তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ ও দল থেকে বহিষ্কৃত মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে। তার আসন রংপুর–১ এ এবার প্রার্থী করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা আসিফ শাহরিয়ারকে।
এ বিষয়ে মশিউর রহমান রাঙ্গা বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করব।
আল / দীপ্ত সংবাদ