রাঙামাটি–চট্টগ্রাাম সড়কে গাছ বোঝাই ট্রাকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় গুলিবিদ্ধ চালককে আহত অবস্থায় রাঙামাটি হাসপাতালে ভর্তি করানো হয়।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে দেপ্পাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাঙামাটি থেকে গাছ বোঝাই করে ঢাকা যাওয়ার পথে পাহাড় থেকে গাড়ি লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে চালকর পায়ে গুলি লেগে আহত অবস্থায় রাঙামাটি হাসপাতালে ভর্তি আছেন। ট্রাকটির চাকায় গুলি লাগায় সামনরে চাকা ফেটে যায়।
তবে কি কারণে এই হামলা তা পরিষ্কার করে বলতে পারছেনা ব্যবসায়ীরা। স্থানীয়দের ধারনা চাঁদা আদায়ের জন্য আঞ্চলিক সংগঠনগুলো এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। একাধিকবার এমন সন্ত্রাসী হামলার কারণে আতংক বিরাজ করছে সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী ও শ্রমিকরা। এই ঘটনার প্রতিবাদে ট্রাক টার্মিনাল এলাকায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. জাকির হোসেন জানান, আমি গাড়িতে বসা ছিলাম গাড়ির ডান পাশ থেকে এলোপাতারি গুলি করা হয়। এতে চালকের পায়ে গুলি লাগে। তবে কে বা কারা গুলি করেছে তা আমি জানি না।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচাজ মো. আরিফুল আমিন জানান, গাড়িতে ৪–৫ টি গুলির চিহ্ন পাওয়া গেছে, চালকের ডান পায়ের হাটুর নিচে গুলি লেগেছে, তিনি এখন রাঙামাটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ঘটনায় সাথে জড়িতদের ধরতে মাঠ কাজ করেছে নিরাপত্তা বাহিনী ও পুলিশ।
মিশু দে/পূর্ণিমা/দীপ্ত নিউজ