রাঙামাটি সদরের দেপ্পাছড়ি এলাকায় একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা ঘন্টাখানিক ধরে শহরের প্রধান সড়ক অবরোধ করেছেন।
শুক্রবার (০৯ জুন) রাত ৯ টায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী (রাঙামাটি থ– ১১–০৫৯৮) সিএনজিতে আগুন ধরিয়ে দেয়। তারই প্রতিবাদে শহরের বনরুপায় অবরোধ করেন অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। ফলে ঘন্টাব্যাপী দুই দিকের শতাধিক গাড়ি আটকে পরে।
ক্ষতিগ্রস্থ চালক বানেশ্বর দাশ জানায়, বনরুপা থেকে কয়েকজন মিলে ঘাগড়া পর্যন্ত গাড়ি ভাড়া করে। দেপ্পোছড়ি পৌঁছার পর একজন সিগন্যাল দেয় গাড়ি দাঁড় করানোর পর চাঁদার টোকেন দেখতে চায়। টোকেন দেখাতে না পারায় মারধর করে পরে গাড়িতে আগুন ধরিয়ে চলে যায়।
এ ঘটনায় তাৎক্ষনিকভাবে শহরে যান চলাচল বন্ধ করে দেয় আটোরিকশা সমিতির চালকরা। পরে অপরাধীদের আইনের আওতায় আনা ও চালকের ক্ষতিপূরণেন জন্য প্রশাসনকে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন সমিতির নেতারা।
আটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, সাধারণ যাত্রীদের কথা বিবেচনা করে অবরোধ তুলে নিয়েছি। যারা গাড়ি পোড়ানোর সাথে জড়িত তাদের অবশ্যই ৭২ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে অন্যথায় আবারো সকল যান চলাচল বন্ধ করে দেয়া হবে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন বলেন, দেপ্পোছড়ি এলাকায় গাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছি দ্রুত অপরাধীদের গ্রেফতার চেষ্টা চালানো হচ্ছে।
মিশু দে/আফ/দীপ্ত নিউজ