রাঙামাটিতে সরকারের ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) সকালে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের ১ হাজার ৫০ কার্ডধারী পরিবারের মাঝে এই পণ্য বিক্রয় করা হয়।
টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা, রাঙামাটি টিসিবি ডিলার ঝিল্লুল মজুমদার প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, রাঙামাটি জেলায় প্রতিমাসে নিন্ম আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠির মাঝে প্রতিমাসেই টিসিবির এই সহায়তা প্রদান করা হচ্ছে। এবার জেলার ১০উপজেলায় ৮৭হাজার ৩৪০ কার্ডধারী পরিবারের মাঝে এই পণ্য বিক্রয় করা হচ্ছে। এতে প্রতিটি পরিবার ৪৭০ টাকার প্যাকেজে ৫ কেজি চাল, ২কেজি ডাল, ২লিটার তেল কিনতে পারছেন।
জেলার ১০উপজেলায় ২১টি ডিলারের মাধ্যমে শুরু হয়েছে এই কার্যক্রম যা চলবে ২৮ আগস্ট পর্যন্ত।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, রাঙামাটি জেলায় ৮৭ হাজার জনগণ এই সুবিধা পাবেন। আজ বুধবার একসাথে সকল উপজেলায় কার্যক্রমটি চলবে এবং প্রতিমাসেই সবাইকে টিসিবি’র মালামাল দেয়া হচ্ছে।
শায়লা/দীপ্ত নিউজ