রাঙামাটির বিভিন্ন জায়গায় আড্ডারত অবস্থায় ৩৭ কিশোরকে আটক করে রাতে পরিবারের জিন্মায় ছেড়ে দিয়েছে কোতয়ালী থানা পুলিশ। কিশোর গ্যাং সৃষ্টি ও বকাটেপনা থেকে সরিয়ে আনতে এটিকে সচেতনতা মূলক অভিযান বলছে পুলিশ।
রবিবার (২০ আগস্ট) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শহরের কাঠাতলী, বনরুপা ফরেস্ট রোড, ট্রাইবেল আদম, কালিন্দিপুর, স্টেডিয়াম, হাসপাতাল ও কলেজ গেইট এলাকা থেকে ৩৭ জন শিশু কিশোরকে আটক করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, রাতের বেলা বাহিরে থেকে আড্ডা দেওয়া, মোবাইলে গেইম খেলা, মাদক সেবন করা ছাড়াও অন্যান্য অপরাধের সাথে যেন শিশু কিশোররা জড়াতে না পারে এবং বিশেষ করে কিশোর গ্যাং সৃষ্টি করতে না পারে তাই এই প্রতিরোধ মূলক ব্যবস্থা ও অভিযান।
তিনি আরও জানান, রাতেই আটককৃত সকল শিশু কিশোরদের অভিভাবকদের মুসলেকা নিয়ে তাদের জিন্মায় ছেড়ে দেওয়া হয় এবং অভিভাবকদের সচেতন করা হয় যাতে তাদের সন্তানরা কোথায় যাচ্ছে কি করছে সে বিষয়ে খবর রাখে ও রাতে প্রয়োজন ছাড়া যাতে ঘর থেকে বের হতে না দেই।
থানার অফিসার ইনচার্জ বলেন, প্রয়োজনে এই অভিযান অব্যহত থাকবে।
এসএ/দীপ্ত নিউজ