মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

রাঙামাটিতে এম.এন. লারমা’র ম্মরণ সভা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ম্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ নভেম্বর) প্রতি বছররের ন্যায় সকালে শোক র‌্যালির শেষে মানবেন্দ্র নারায়ণ লারমার অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ম্মরণ সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

ম্মরণ সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটির সভাপতি ডাঃ গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রী কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, বিশিষ্ট শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা প্রমুখ।

ম্মরণ সভায় বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা অঞ্চলের মানুষের অধিকার নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি লড়াই সংগ্রাম করেছেন। তিনি শুধু পাহাড়ের মানুষের নেতা ছিলেন না; তাঁর সংগ্রাম ছিল দেশের সকল শ্রেণীর নিপীড়িত গণমানুষের পক্ষে, শোষণবঞ্চনার বিরুদ্ধে। মানুষের অধিকার জন্য কাজ করতে গিয়ে কিছু বিপদগামী লোকের কারনে এই মহান নেতা মৃত্যু বরণ করতে হয়েছিল। তাঁর দেখানো পথে এগিয়ে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

ম্মরণ সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন চুক্তি নিয়ে সরকার তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না। যার ফলে সাধারণ মানুষ আজ হাতাশাগ্রস্ত হয়ে পড়েছে। আমাদের বিশ্বাস করুন। আমরাও পাহাড়ে শান্তি চাই। শান্তিতে বসবাস করতে চাই। সরকারের কাছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

উল্লেখ্য, ১৯৩৯সালের ১৫ সেপ্টেম্বর তৎকালিন রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম জেলার বুড়িঘাট মৌজা মাওরুম নামক গ্রামে জন্মনেয়া মানবেন্দ্র লারমা, ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ি জেলার ভগবান টিলা এলাকায় নিজের গঠিত শান্তি বাহিনীর একদল বিভেদপন্থীর হাতে আট সহযোদ্ধাসহ নিহত হন। তিনি জুম্মজাতির অধিকার প্রতিষ্ঠায় ছাত্র জীবন থেকেই আপসহীন ছিলেন। কাপ্তাই বাঁধের বিরোধীতা করে ছাত্র আন্দোলন করতে গিয়ে ১৯৬৩ সালের ১৫ফেব্রুয়ারি পূর্ব পাকিস্থান সরকারের হাতে গ্রেপ্তার হন এই নেতা।

মিশু দে/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More