১৮
মিয়ানমারের রাখাইনে সহিংসতা বাড়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে উত্তেজনা বেড়েছে।
নিরাপত্তার কারণে সোমবার (২৯ জানুয়ারি) সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান। গতরাতে সীমান্তে গোলাগুলি কমে যাওয়ায় আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল থেকে যথারীতি চলছে শ্রেণি কার্যক্রম।
তবে আতঙ্ক কাটেনি এখনও।থেমে থেমে গোলাগুলি, মর্টারশেল ও হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপের মত ঘটনা মিয়ানমারের অভ্যন্তরে ঘটছে।
তবে এরইমধ্যে কিছু গুলি ও মর্টার শেলের গোলা এসে পড়ছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। ফলে আতংকে দিন কাটছে স্থানীয়দের।
আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
এসএ/দীপ্ত নিউজ