শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫

রাকসু নির্বাচনে ২৩ পদে মনোনয়নপত্র তুলেছেন ৩৯৫ জন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময় শেষ হয়েছে।

এর মধ্যে রাকসুতে ২৩টি পদের বিপরীতে ৩৯৫ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫ টি পদে ৮৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। হল সংসদ নির্বাচনে ৭৫৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের প্রথম দিনে জমা পড়েছে ২৯টি। প্রথম দিন হওয়ায় এদিন সেভাবে মনোনয়ন দাখিল করতে আসেননি প্রার্থীরা। যদিও নির্বাচন কমিশনার বলছেন, ৭ তারিখের মধ্যে সবাই মনোনয়নপত্র জমা দেবে বলে আশা করছি।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, রাকসু নির্বাচনের সহসভাপতি (ভিপি) পদে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১০ জন মনোনয়নপত্র নিয়েছেন।

রাকসুর অন্যান্য পদের মধ্যে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৮ জন, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক ৮ জন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে ৫ জন ও সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, মহিলাবিষয়ক সম্পাদক পদে ৫ জন ও সহকারী মহিলাবিষয়ক সম্পাদক পদে ৪ জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৯ জন ও সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৭ জন ও সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৪ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৩ জন ও সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৬ জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৩ জন এবং সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৪ জন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১৩ জন ও সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে কার্যনির্বাহী সদস্য পদে; যেখানে ৪ পদের বিপরীতে ৫১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম আরও বলেন, মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন বৃহস্পতিবার ২৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করা হয়েছে। আশা করছি এখন নির্ধারিত সময়েই নির্বাচন করা সম্ভব হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

প্রাধ্যক্ষ পরিষদ সূত্রে জানা গেছে, হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হয় সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষের কার্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে ১৭টি আবাসিক হল আছে। এর মধ্যে ছাত্র হল ১১টি এবং ছাত্রী হল ৬টি।

হল সংসদের ১৫টি পদে ১৭টি হলে মোট মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে ৭৫৪টি।

এর মধ্যে জুলাই৩৬ হলে ৪২টি, রোকেয়া হলে ৩০টি, মন্নুজান হলে ৪০টি, বেগম খালেদা জিয়া হলে ২৫টি, তাপসী রাবেয়া হলে ৩৮টি, রহমতুন্নেছা হলে ৩৫টি, শেরেবাংলা হলে ৫০টি, হবিবুর রহমান হলে ৫৩টি, মাদার বখ্শ হলে ৫০টি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৬২টি, মতিহার হলে ৫৫টি, বিজয়২৪ হলে ৪০টি, সৈয়দ আমীর আলী হলে ৪৮টি, নবাব আব্দুল লতিফ হলে ৩৬টি, শহীদ শামসুজ্জোহা হলে ৪৬টি, শহীদ জিয়াউর রহমান হলে ৫৪টি এবং শাহ মখদুম হলে ৫০টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More